বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে বেচারাম দেউড়ি

ছুটির দিনেও

ছুটির দিনেও রক্ষা নেই ঢাকাবাসীর। আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানায়, একিউআই স্কোর ১৫২ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন ৬ নম্বরে। এই স্কোর অনুযায়ী, ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বায়ু দূষণের দিক দিয়ে আজ শীর্ষে রয়েছে নেপালের কাঠমাণ্ডু (২৪১) এবং ভারতের দিল্লি (২৩৩)। এছাড়া বেইজিং, হ্যানয় এবং চিয়াং মাই যথাক্রমে ১৬১, ১৫৪ ও ১৫৩ স্কোর নিয়ে রয়েছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে।

ঢাকায় আজ অতিক্ষুদ্র ধূলিকণার (PM 2.5) মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র নির্ধারিত মানের চেয়ে ২০ গুণ বেশি রেকর্ড করা হয়েছে। ফলে বাইরে শারীরিক পরিশ্রম, হাঁটা বা দৌড়ানো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। পাশাপাশি জানালা-দরজা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

আজ ঢাকার সবচেয়ে দূষিত এলাকা হলো বেচারাম দেউড়ি, যেখানে একিউআই স্কোর ১৭২। এরপর রয়েছে সাভারের হেমায়েতপুর (১৬৩) এবং বেজ ইজওয়াটার আউটডোর (১৬১)। এই এলাকাগুলোর বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ