Search
Close this search box.

একদিন অনুশীলন করেই ৩ উইকেট শিকার মুস্তাফিজের!

একদিন অনুশীলন করেই ৩ উইকেট শিকার মুস্তাফিজের!

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে একদিন অনুশীলন করেছেন। ডিউক বলে প্রথমবারের মতো অনুশীলন করেছেন। এখন টেস্ট খেলতে নামার পালা। এর আগে প্রস্তুতি ম্যাচেই ঝলক দেখালেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে ড্র হওয়া তিনদিনের প্রস্তুতি ম্যাচে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

প্রস্তুতি ম্যাচের প্রথম দুইদিন বল হাতে নেননি। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে অনুশীলনে ব্যস্ত থাকেন। তৃতীয় দিন ম্যাচে নেমেই ৩ উইকেট নিয়েছেন। ৬ ওভার বোলিং করে ১ মেডেনসহ ৩৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

একদিন অনুশীলন করেই ৩ উইকেট শিকার মুস্তাফিজের!
প্রস্তুতি ম্যাচে বোলিং করছেন মুস্তাফিজুর রহমান – ছবি : বিসিবি

এরআগে বাংলাদেশ পেসার মুস্তাফিজ কখনো ইংল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলেননি। তাই ডিউক বল সম্পর্কে মুস্তাফিজের আসলে বিশেষ কোন ধারণা ছিল না। কখনো এই বলে টেস্টে বোলিংও করেননি। সবশেষ টেস্টই খেলেছেন গতবছর ফেব্রুয়ারিতে। এবার তাসকিন আহমেদ, শরিফুল ইসলামরা ইনজুরিতে থাকায় মুস্তাফিজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে রাখা হয়েছে। ১৬ জুন অ্যান্টিগায় প্রথম টেস্ট খেলতে নামার আগেই লাল বলে নৈপুন্য দেখিয়েছেন মুস্তাফিজ।

প্রথম টেস্টে খেলতে নেমে ডিউক বলে বোলিং করার পালা এখন মুস্তাফিজের। এরইমধ্যে এই বল নিয়ে মুস্তাফিজকে ধারণা দিয়ে ফেলেছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বিসিবির পাঠানো ভিডিওতে ডোনাল্ড বলেন, ‘তাকে (মুস্তাফিজকে) এই বল সম্পর্কে কিছুটা ধারণা দিলাম। তাকে গ্রিপ সামান্য বদলাতে হবে। তবে এই বল হাতে নিয়ে সে ভালো বোধ করছে।’

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে। ১৬ জুন অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে। ২৪ জুন সেন্ট লুসিয়ায় হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এ সিরিজে মুস্তাফিজের দিকেই দৃষ্টি থাকবে। ওয়ানডে ও টি২০তে মুস্তাফিজ যতটা উজ্জ্বল, টেস্টে তেমনটা নয়। সবশেষ ১৪ টেস্ট খেলে এখন পর্যন্ত ৩০ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছেন। আবার যখন টেস্ট খেলতে নামবেন, তখনও প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজই। সবশেষ টেস্ট চট্টগ্রামে খেলেছেন। এবার খেলবেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এরআগেই নিজেকে মেলে ধরেছেন মুস্তাফিজ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ