Search
Close this search box.

ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে আছি : মিরাজ

ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে আছি : মিরাজ

স্টাফ রিপোর্টার : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট যেভাবে এগিয়ে চলেছে, তাতে হার থেকে রক্ষা পেতে এখন ব্যাটারদের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে। ব্যাটাররা ভালো করলে টেস্টের ফল নিজেদের দিকে এসে পড়তে পারে। আর প্রথম ইনিংসের মতো (১০৩ রানে অলআউট) বেহাল অবস্থা হলে হার নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করে নেওয়া মেহেদি হাসান মিরাজ ব্যাটসম্যানদের দিকেই তাকিয়ে আছেন।

ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানেই আটকে দিয়েছে বাংলাদেশ। এরপর আবার ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৫০ রান করেছে। এখনও ১১২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। আগে এই রান অতিক্রম করতে হবে। এরপর দিতে হবে বড় টার্গেট। পথ কঠিন। তবে ব্যাটাররা যদি নিজেদের দ্বিতীয় ইনিংসে মেলে ধরতে পারেন, তাহলে অসম্ভব বলে কিছু নেই।

ক্যারিবিয়দের যে এত দ্রুত ঠেকানো গেছে, তা মিরাজের অসাধারণ বোলিংয়েই। শুরুতে অবশ্য উইকেট পাননি। তবে শেষে কাইল মেয়ার্স, জসুয়া ডি সিলভা ও আলজারি জোসেফকে আউট করার পর জেইডেন সিলসকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দেন মিরাজ।

মিরাজ মনে করছেন এখন ব্যাটারদেরই যা করার করতে হবে। তিনি বলেছেন, ‘ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে আছি। যদি দুইটা শত রানের জুটি হয়, দুজন ব্যাটসম্যান ৭০ করে রান পায়, তাহলে সুযোগ আমাদেরও আছে। আমাদের লক্ষ্য তৃতীয় দিন পুরো দিন ব্যাট করা। ভালো ব্যাট করলে সুযোগ থাকবে।’

চার উইকেট শিকার করে টেস্টে বাংলাদেশের তৃতীয় সেরা ১৩২ উইকেট নেওয়ার পর নিজের বোলিং নিয়ে বলতে গিয়ে মিরাজ জানান, ‘আমার কাছে মনে হয় উইকেট কিছুটা ধীরগতির ছিল। এই উইকেটে শুধু একই জায়গায় বল করে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত। এতে করে ব্যাটসম্যানদের আউট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি আসলে তখন ডট বল দেওয়াতে মনোযোগ দিয়েছি।। এরপরই সাফল্য এসেছে।’

‘প্রথম দুই-তিন স্পেলে আমি উইকেটের জন্য বল করেছি। এটাই সমস্যা হয়েছিল। এরপর আমি রান আটকানোর দিকে যাই। ওভারপ্রতি আড়াই রানের মতো দিলে সুযোগ আসবে বলে মনে করেছিলাম। এমনই হয়েছে।’

মুমিনুল হক ও তাইজুল ইসলামকেও ধন্যবাদ দিয়েছেন মিরাজ, ‘আমি প্রথম ২-৩ টা স্পেলে হতাশ ছিলাম কারণ ভালো বোলিং হচ্ছিল না, ঠিক জায়গায় করতে পারছিলাম না। মানসিকভাবে ফোকাসড হওয়াটা জরুরী ছিল। সে ক্ষেত্রে আমার সতীর্থ মুমিনুল ও তাইজুল আমাকে দারুণ সমর্থন দিয়েছে। তাদের দুজনকে ধন্যবাদ দিতে চাই।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ