Search
Close this search box.

মাহমুদুল্লাহ রিয়াদের আক্ষেপ

মাহমুদুল্লাহ রিয়াদের আক্ষেপ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম টি২০ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি২০তে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি২০ সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে। দ্বিতীয় টি২০তে যে অবস্থা দেখা গেছে, তাতে প্রথম টি২০ বৃষ্টিতে পরিত্যক্ত না হলে হয়তো বাংলাদেশ হারতে পারত। তাতে করে সিরিজ হার হয়ে যেত। এখন বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টি২০তে হার ঠেকানো না গেলেই সিরিজ হার হবে। দ্বিতীয় টি২০ নিয়ে আক্ষেপে পুড়ছেন বাংলাদেশ টি২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

কেন আক্ষেপ? দল হিসেবে যে খেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ ১৯৩ রান করে ফেলে। তাতেই বোঝা যাচ্ছে বোলারদের কী হাল হয়েছে। আর ব্যাট হাতে ১৫৮ রানের বেশি করা যায়নি। এক সাকিব আল হাসান (৬৮*) ছাড়া আর কোন ব্যাটসম্যানই নজর কাড়তে পারেননি। আর তাই রিয়াদের আক্ষেপ।

রিয়াদ বলেছেন, ‘সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। তবে, বোলিংয়ে সম্ভবত (শেষ ৫ ওভারে ৭৪ রান) আমরা কয়েকটা ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। আফিফ-সাকিবের জুটিটা (চতুর্থ উইকেটে ৫৫ রান) গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষ দিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো, তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো।’

অধিনায়ক আরও বলেন, ‘আমরা ওপেনিংয়ে ধারাবাহিক পারফরম্যান্স পাচ্ছি না। সেজন্য একটু অদলবদল অনেক সময় হতেই পারে। আমার মনে হয়, দল হিসেবে আমরা ভালো খেলতে পারছি না। তারই প্রভাব পড়ছে সবকিছুতে। আমরা যেখানে বল করতে চেয়েছি, সেখানে বল করতে পারিনি। পরিকল্পনা অনুয়ায়ী আমাদের বোলিং হয়নি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ