স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এরইমধ্যে ওয়ানডে সিরিজ জয় হয়ে গেছে বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতেছে বাংলাদেশ। এখন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পালা। আগামীকাল গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭ টায় শুরু হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ম্যাচটি জিতলেই ওয়েস্ট ইন্ডিজকে আবারও হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।
এরআগে গতবছর বাংলাদেশের মাটিতে এবং ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে এবার সিরিজে হারিয়ে টানা চার সিরিজে হারায় বাংলাদেম। এবার টেস্ট ও টি২০ সিরিজে বাংলাদেশ হারে। তবে পছন্দের ফরমেট ওয়ানডে শুরু হতেই বদলে যায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে ও দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জিতে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচেই উড়িয়ে দেয় তামিমবাহিনী। একটি ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে তো ওয়েস্ট ইন্ডিজকে ১০৮ রানে অলআউট করে দিয়ে ১৭৬ বল বাকি থাকতে জিতে যায় তামিমরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবারসহ ১১টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ৫টি সিরিজ জিতে। বাংলাদেশ জিতে ৬টি সিরিজ। এরমধ্যে বাংলাদেশ চারটি সিরিজে কোন ম্যাচই জিততে পারেনি। ওয়েস্ট ইন্ডিজকে দুটি সিরিজে হোয়াইটওয়াশ করে। আগামীকাল হোয়াইটওয়াশ করলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করার মধুর স্মৃতি মিলবে। দ্বিপক্ষীয় সিরিজে ১৫ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে যদি আগামীকাল হারানো যায়, তাহলে ১৬তমবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার শান্তি পাবে বাংলাদেশ।