Search
Close this search box.

এশিয়া কাপ আয়োজনে এখনও আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা

এশিয়া কাপ সেরা একাদশে নেই বাংলাদেশের কেউ ivbvm©Avc diPyb ewikvj‡K| wm‡jU mvbivBRv‡m©i d«¨vÂvBwRi Rb¨ Av‡e`b K‡i‡Q cÖMwZ wMÖb A‡Uv ivBm wgjm| gvBÛ wUª wjwg‡UW Lyjbvi m‡½B _vK‡Q| AvLZvi MÖæ‡ci cÖwZôvb †Wëv †¯úvU©m AvMÖn †`wL‡q‡Q PÆMÖv‡gi d«¨vÂvBwRi| ˆekvLx MÖæc wdi‡Q `xN©w`b ci| 9wU cÖwZôvb Av‡e`b Ki‡jI d«¨vÂvBwR †bIqv n‡e mvZwU| AwfÁZvq GwM‡q _vK‡Q diPyb ewikvj, wm‡jU mvbivBRvm©, iscyi ivBWvm©, Lyjbv UvBMvm©, PÆMÖvg P¨v‡jÄv‡m©i d«¨vÂvBwRiv| g~jZ Kzwgjøv wf‡±vwiqvÝ, †RgKb MÖæc I †ew·g‡Kv MÖæc wewcG‡ji jf¨vsk fvMvfvwMi cÖ¯Íve w`‡qwQj| wewmwe Zv‡Z ivwR bv nIqvq †RgKb I †ew·g‡Kv MZ wewcG‡jI `j †K‡bwb| GQvov eo wZbwU cÖwZôvb gyL wdwi‡q †bIqvi †cQ‡b eo GKwU KviY n‡jv `w¶Y Avwd«Kv, cvwK¯Ív‡bi wcGmGj, Avwgiv‡Zi bZyb d«¨vÂvBwR wU20, A‡÷ªwjqvi weM e¨vk KvQvKvwQ mg‡q m~wP ivLvq we‡`wk wµ‡KUvi cv‡e bv wewcGj|

স্পোর্টস ডেস্ক ॥ শ্রীলঙ্কায় চরম অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এরমধ্যেও দেশে ক্রিকেট ভালোভাবেই আয়োজন হচ্ছে। আর তাতেই এশিয়া কাপ আয়োজনে এখনও আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা।

আগস্টের শেষে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে। এ নিয়ে শঙ্কা দেখা দিতেই বাংলাদেশের কথা উঠছে। শ্রীলঙ্কা না পারলে বাংলাদেশ এশিয়া কাপ আয়োজন করতে পারে। এমন যখন আলোচনা, তখন লঙ্কান ক্রিকেটের সাধারণ সম্পাদক মোহন ডি সিলভা আত্মবিশ্বাসের সুরেই কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, ‘গত মাস থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যেও ক্রিকেট নিরাপদ আছে। সবশেষ বিক্ষোভ ফুঁসে উঠেছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট গেতাবায়া রাজাপাকশে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে। এমন অস্থিরতার মধ্যে সাদা বলের দুটি ফরমেট ও টেস্ট খেলতে গত জুনে শ্রীলঙ্কায় পা রাখে অস্ট্রেলিয়া। সম্প্রতি সিরিজও শেষ হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই।’

মোহন ডি সিলভার আশা, শুধু অস্ট্রেলিয়া সিরিজ নয়, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজও নির্বিঘ্নে আয়োজন করতে সক্ষম হবে শ্রীলঙ্কা। ফলে এশিয়া কাপ আয়োজনেও কোনো সমস্যা হবে না বলেই বিশ্বাস তার। এমনকি শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়ার জন্য কোনো চাপও নেই তাদের ওপর এমনটাই জানিয়েছেন তিনি।

মোহন ডি সিলভা বলেন, ‘এখন পর্যন্ত আমরা যে পরিস্থিতিতে আছি, তারপরও আমরা শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজনে খুবই আত্মবিশ্বাসী। গলে কেবলই আমরা অস্ট্রেলিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করলাম। পাকিস্তানও এসেছে দেশে।’

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ আগস্ট শুরু হবে ছয় জাতির এশিয়া কাপ। টি২০ বিশ্বকাপের কারণে চলতি বছরের এশিয়া কাপ শর্টার ফরমেটেই করার পরিকল্পনা এসিসির। দুই সপ্তাহের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী ১১ সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে বাছাই পর্ব পার হওয়া অন্য একটি দল যুক্ত হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ