Search
Close this search box.

মুশফিকের হাটুতে ৬ সেলাই – দুই সপ্তাহ বিশ্রামে

মুশফিকের হাটুতে ৬ সেলাই - দুই সপ্তাহের বিশ্রামে

স্পোর্টস রিপোর্টার – এখন কোন টেস্ট বা ওয়ানডে খেলা নেই। শুধুই টি-টোয়েন্টি খেলা সামনে। তাই মুশফিকুর রহিমেরও খেলার ব্যস্ততা নেই। তিনি যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাই বলে অনুশীলন বন্ধ থাকবে? তা হতে পারে না। অনুশীলন করতে গিয়ে ব্যথাও পেয়েছেন। আজ সকালে অনুশীলন করতে গিয়ে হাটুতে ব্যথা পেয়েছেন মুশফিক। ৬টি সেলাইও লেগেছে। দুই সপ্তাহের জন্য বিশ্রামেও যেতে হচ্ছে মুশফিককে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর শুক্রবার প্রথমবার মিরপুরে অনুশীলন করেন। শনিবার দ্বিতীয় দিন মাঠে এসে শুরুতে জিমে যান মুশফিক। সেখানেই চোট পান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমনেসিয়ামে জিম করার সময় হাটুতে ব্যথা পান মুশফিক। যদিও কোনো চিড় ধরা পড়েনি, তাই শঙ্কার কিছুও দেখছেন না বিসিবি চিকিৎসকরা।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ নিয়ে বলেছেন, ‘মুশফিকের চোটটা তেমন খারাপ কিছু না। কোনো প্রকার ফ্র্যাকচার (চিড়) ধরা পড়েনি। ৫-৬টা সেলাই লেগেছে কিন্তু এটা দ্রুতই ঠিক হয়ে যাবে। ফ্র্যাকচার না থাকায় সেলাইও কাটা যাবে ১০ দিনের মধ্যে। ’

নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত ক্রিকেট দল। এরআগে কোন খেলা থাকছেনা। তবে আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু হবে। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগের সব রাউন্ড খেলবেন বলে বিসিবিকে জানিয়েছিলেন তিনি। সময় মতো সুস্থ হলে প্রথম রাউন্ড থেকেই জাতীয় লিগে দেখা যাবে মুশফিককে। এজন্য নিজেকে প্রস্তুতও করতে চেয়েছেন। তাতে বাঁধা আসল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ