মিথুন আশরাফ – টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হয়েছে। এরপর পরই সুপার টুয়েলভে বাংলাদেশের ৫ প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গেছে। বাংলাদেশের ৫ প্রতিপক্ষ হচ্ছে – হল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ভারত ও পাকিস্তান।
বাংলাদেশের বিশ্বকাপের আসল মিশন শুরু হচ্ছে সোমবার। এদিন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাকছে হল্যান্ড। প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ থেকে পয়েন্ট তালিকায় দ্বিতীয় সেরা দল হয়ে বাংলাদেশের গ্রুপে খেলছে হল্যান্ড। বাংলাদেশ ও হল্যান্ডের মধ্যকার ম্যাচটি হোবার্টে বাংলাদেশ সময় সকাল ১০ টায় শুরু হবে।
সুপার টুয়েলভে হল্যান্ডের বিপক্ষে ম্যাচটির পর ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ৩০ অক্টোবর ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে, ২ নভেম্বর অ্যাডিলেডে ভারত ও ৬ নভেম্বর একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কখনোই প্রথম রাউন্ড পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে জয় পায়নি। এবার প্রথম রাউন্ড খেলতে হয়নি। বিশ্বকাপের গত আসরে সেরা ৮ দলের একটি হওয়াতে সুপার টুয়েলভে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে খেলে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। ২০০৯ সালে ইংল্যান্ডে দ্বিতীয় বিশ্বকাপে প্রথম রাউন্ডই অতিক্রম করতে পারেনি বাংলাদেশ। একটি ম্যাচও জিততে পারেনি।
২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে তৃতীয় বিশ্বকাপে একই দশা হয়। ২০১২ সালে চতুর্থ বিশ্বকাপে শ্রীলঙ্কায় হওয়া বিশ্বকাপেও সেই দুর্দশা কাটেনি। ২০১৪ সালে পঞ্চম বিশ্বকাপে নিজ দেশে হওয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড অতিক্রম করতে পারলেও সুপার টেনে একটি ম্যাচও জিতেনি বাংলাদেশ। ২০১৬ সালের ষষ্ঠ বিশ্বকাপে ভারতে প্রথম রাউন্ড অতিক্রম করলেও সুপার টেনে গিয়ে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। ২০২১ সালের সপ্তম বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতেও একই দশা হয়। কোন রকমে প্রথম রাউন্ড অতিক্রম করে বাংলাদেশ। সুপার টুয়েলভে টানা ৫টি ম্যাচ হারে বাংলাদেশ।
এবার কী হবে? টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অবস্থা খুবই বাজে। বিশ্বকাপে খেলতে নামার আগে এশিয়া কাপ ও নিউজিল্যান্ডে ত্রিদেশিয় সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। এমনকি প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছেও হারে। এবার সুপার টুয়েলভে নিজেদের মেলে ধরতে পারলেই হলো। একটি জয় মিললেই ইতিহাস গড়বে বাংলাদেশ। সেই সম্ভাবনা এবার ভালোভাবেই আছে। প্রথম ম্যাচেই হল্যান্ডকে পেয়েছে বাংলাদেশ। জিতলেই প্রথমবারের মতো বিশ্বকাপে প্রথম পর্বের পর কোন ম্যাচে জিতে ইতিহাস গড়বে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ৫ ম্যাচেই জেতাতে চান দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। শ্রীরাম বলেন, ‘সম্ভব হলে পাঁচ ম্যাচেই জিততে চাই। সব দলই জেতার জন্য খেলে। তবে আমাদের বাস্তবতা বুঝতে হবে।’
প্রথম রাউন্ড পেরিয়ে আসা হল্যান্ডকে সুপার টুয়েলভে প্রথম প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। অবশ্য এখনই পাঁচ ম্যাচ জয়ের কথা ভাবতে চান না শ্রীরাম। তিনি বলেন, ‘একটি একটি করে ম্যাচ খেলে এগোনো গুরুত্বপূর্ণ। আমরা আগে প্রথম ম্যাচ নিয়ে ভাবব। ম্যাচের মধ্যেও ভাবতে হবে। ম্যাচের ছোট ছোট অংশ জিততে হবে। একই সঙ্গে পাঁচ ম্যাচ নিয়ে ভাবলে চাপ বাড়বে। একটা করে ম্যাচ ধরে এগোনোই ভালো।’
এদিকে দলে বিগ হিটার নেই। অথচ, বড় মাঠকেই সুযোগ হিসাবে দেখছেন শ্রীরাম। তিনি বলেন, ‘বড় মাঠ আমাদের জন্য সহায়ক হবে। আমাদের ব্যাটাররা গতি কাজে লাগাতে পছন্দ করে। আমাদের পাওয়া হিটার নেই। তারা সঠিক জায়গায় বল মারতে পারে। রানিং বিটউইন দ্য উইকেট ভালো হয়।’