Search
Close this search box.

কোনো বিদেশি শক্তি সরকার পরিবর্তন করতে পারে না- তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার- বাংলাদেশে জনগণের রায়ে আওয়ামী লীগ পরপর তিনবার সরকার গঠন করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘কোনো বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়নি।

চট্টগ্রাম সার্কিট হাউসে এক সমন্বয় সভায় এসব কথা বলেন হাছান মাহমুদ। আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই জনসভা সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং চট্টগ্রামের সংসদ সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ভিত হচ্ছে জনগণ। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের রায় নিয়ে সরকার গঠন করেছে পরপর তিনবার। কোনো বিদেশি শক্তি আমাদেরকে ক্ষমতায় বসায়নি। কোনো বিদেশি শক্তি বাংলাদেশের সরকার পরিবর্তনও করতে পারে না। বিএনপি বিদেশিদের পদলেহন করে বলেই তাদের মন্তব্য নিয়ে বিএনপির এত মাথাব্যথা।

বিদেশিদের বিভিন্ন বক্তব্য সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে  বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর এমন মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপি বিভিন্ন দূতাবাসে রাতবিরাতে ধরনা দেয়। তারা যত না জনগণের কাছে যাচ্ছে, তার চেয়ে বেশি রাতের বেলা দূতাবাসে গিয়ে ধরনা দিয়ে তাদের অনুনয় করে বলে, “আপনারা কিছু বলুন।” সেই কারণে কেউ কেউ, কোনো কোনো সময় বক্তব্য দেন। এই মন্তব্যের জন্য বিএনপিই তাদের উৎসাহিত করে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কোন বিদেশি কী বলল, কে কী করল, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। যারা বিদেশি শক্তির পদলেহন করে, তারা এ রকম বক্তব্য রাখতে পারেন। আমীর খসরু সাহেবরা বিদেশিদের পদলেহন করেন তো, সে জন্য বিদেশিরা কী বলল না বলল, সেটা নিয়ে তাঁদের এত মাথাব্যথা।

হাছান মাহমুদ বলেন, ‘প্রথমত, বিভিন্ন রাষ্ট্রদূতদের আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য রাখার সময় অবশ্যই কূটনৈতিক শিষ্টাচার মেনে চলা উচিত। আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এরপরও বিএনপিসহ তাদের দোসররা ধরনা দেওয়ার কারণে কেউ কেউ কোনো কোনো সময় বক্তব্য দেন।’

এদিকে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ অনেক বদলে গেছে। একসময় অনেককে ঘরের দরজায় এসে বলতে শোনা যেত, ‌‘মা আমাকে বাসি ভাত খেতে দেন’। কিন্তু এখন বাসি ভাতের সেই ভিক্ষুক আর নেই।

তথ্যমন্ত্রী আরও বলেন, একসময় চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে শুধু পুরাতন কাপড় বিক্রি করা হত। এখন সব নতুন ও বিদেশি কাপড় বিক্রি করা হয়। আমাদের দেশের কাপড় এখন বিদেশে যাচ্ছে। এখন বেশিরভাগ দেশে গিয়ে দেখি কাপড়ের পেছনে লেখা ‘মেইড ইন বাংলাদেশ’।

সরকার সবার দৌরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় জানিয়ে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরইমধ্যে কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য বীমা চালু করাসহ নানা উদ্যোগ নিয়েছেন। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারিভাবেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি আহমেদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আকতার প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ