মিথুন আশরাফ – কাতারে ফুটবল বিশ্বকাপ চলছে। এরমধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজ শুরু হচ্ছে। আজ দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ১২ টায় প্রথম ওয়ানডে শুরু হবে।
বাংলাদেশ ও ভারত এবার তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হচ্ছে। এরপর ৭ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় ও ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। চট্টগ্রামে ১৪ ডিসেম্বর প্রথম ও ২২ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
বাংলাদেশের মাটিতে দুই দল সবশেষ ২০১৬ সালে ম্যাচ খেলে। এশিয়া কাপে টি-টোয়েন্টি ম্যাচ খেলে। আর ২০১৫ সালে সবশেষ দুই দল বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলে। সেই হিসেবে ৭ বছর পর আবার বাংলাদেশের মাটিতে বাংলাদেশ ও ভারত ওয়ানডে ম্যাচ খেলা হবে। সবশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশই জিতেছিল। এবার কী হবে?
সেবার ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেবার বাংলাদেশের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবার বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। তামিম ইকবাল নিয়মিত অধিনায়ক। কিন্তু ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে পড়ায় লিটন অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন। এবার ভারত দলটি অনেক শক্তিশালী। তবে খেলা যেহেতু বাংলাদেশের মাটিতে, আশা করা হচ্ছে, এবারও কিছু একটা হবে। যদিও এই সিরিজটি বিশ^কাপের সুপারলীগেও কোন ম্যাচ নয়। এরপরও দুই দলই সমান গুরুত্ব দিয়েই ম্যাচটি খেলবে।
দুই দলের মধ্যকার ৩৬টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৫টি ম্যাচ জিতে বাংলাদেশ। বাকি ৩০টি ম্যাচ জিতে ভারত। একটি ম্যাচের রেজাল্ট হয়নি। সবশেষ ৫টি ওয়ানডের সবকটি জিতে ভারত। তবে এরআগে দুটি ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। সেই দুটি ম্যাচই সিরিজ জিতিয়েছিল বাংলাদেশকে। আর সেই জেতা ম্যাচগুলোই বাংলাদেশের জন্য প্রেরণা হয়ে ধরা দিচ্ছে। এই প্রেরণা নিয়ে এখন জেতা গেলেই হল।