স্পোর্টস রিপোর্টার – মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স, না নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স ফাইনালে উঠবে, তা নিশ্চিত হয়ে যাবে আজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬ টায় দুই দল পরস্পরের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে লড়াই করবে। যে দল জিতবে, তারাই ফাইনালে উঠবে। হারা দলের বিদায় ঘটবে।
দ্বিতীয় কোয়ালিফায়ার আজ শেষ হলে বৃহস্পতিবার হবে ফাইনাল ম্যাচ। যে ম্যাচটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগেই জায়গা করে নিয়েছে। ফাইনালে কুমিল্লার সঙ্গী মাশরাফির সিলেট, না সোহানের রংপুর হবে, তা আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শেষেই জানা যাবে।
এরআগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে, এবারের আসরের লিগ পর্বে দুইবার লড়াই করে সিলেট ও রংপুর। দুইবারই রংপুর জিতে। এমনকি বিপিএলে যতবার (৫ বার) দুই দল পরস্পরের বিপক্ষে খেলেছে, প্রতিবার রংপুরই জিতেছে। আজ কী হবে, তা ম্যাচ শেষ হলেই বোঝা যাবে। সিলেট কি এবার মাশরাফির ছোয়ায় রংপুরকে হারাতে পারবে? প্রতিশোধ নিতে পারবে? নাকি আবারও সিলেট হেরে বিদায় নেবে। ফাইনালে উঠে যাবে রংপুর।