Search
Close this search box.

ইনজুরিতে টেস্ট খেলা হচ্ছে না তাসকিনের

ইনজুরিতে টেস্ট খেলা হচ্ছে না তাসকিনের

স্পোর্টস রিপোর্টার – ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। সাইড স্ট্রেইনের চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তিনি। জানা গেছে, চোট থেকে সুস্থ হয়ে ফিরতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে তাসকিনের। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলার সময়েই চোটে পড়েছিলেন এই পেসার। তাই টেস্ট দলের সঙ্গে অনুশীলনও করেননি।

চোটের কারণে তাসকিনের টেস্ট খেলতে না পারা একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট দলে ফেরার আগে ৭ মাস চোটের কারণে টেস্ট খেলতে পারেননি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে এরইমধ্যে পঞ্চাশটির বেশি ম্যাচ খেলা হলেও মাত্র ১২ টেস্টে একাদশে ছিলেন তাসকিন।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে স্বপ্নের ফর্মে ছিলেন তাসকিন। টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করে হয়েছেন সিরিজসেরা। যেখানে ইকোনমি ছিল মাত্র ৭.১০। ওয়ানডেতেও ৩ ম্যাচের ২ ইনিংসে তাসকিনের শিকার ৫ উইকেট।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ