Search
Close this search box.

পরমাণুশক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

রাশিয়া পরমাণুশক্তিসম্পন্ন বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে এ তথ্য জানান তিনি। 

পুতিন বলেন, রাশিয়া এখন কার্যত আধুনিক কৌশলগত অস্ত্রের কাজ শেষ করছে। রাশিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষায় ফিরে আসার পাশাপাশি পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞা চুক্তির অনুমোদন প্রত্যাহার করতে পারে বলেও জানান রুশ প্রেসিডেন্ট। 

এদিকে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হরোজা গ্রামে রুশ বিমান হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। সে সময় স্থানীয়রা একটি অন্তেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ