আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, কেয়ারটেকার সরকারের কোনো প্রভিশন (বিধান) নাই। সংবিধানে ঠিক যেভাবে আছে, সেভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।
নির্বাচন অংশগ্রহণমূলক হলো কি, না হলো, সেটা দেখবে জনগণ। বর্তমান আওয়ামী লীগ সরকার চায়, সব দল এ নির্বাচনে অংশগ্রহণ করুক।
তিনি বলেন, দেশের প্রচলিত আইন, সংবিধান মেনেই সব দলকে নির্বাচনে অংশ নিতে হবে। বৃহস্পতিবার দুপুরে মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।
আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার, সিনিয়র জেলা ও দায়রা জজ আমিত কুমার দে, জেলা প্রশাসক আবু নাসের বেগ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুসহ অনেকে।