Search
Close this search box.

সোমবার রাজধানীতে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ

বিএনপি ও এর সমমনা দলগুলোর বিভিন্ন কর্মসূচির পরিপ্রেক্ষিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার (৩০ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করবে ১৪ দল। বিবৃতিতে বলা হয়, ‘আগামীকাল ৩০ অক্টোবর ২০২৩, সোমবার, বিকেল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি-জামাত অপশক্তি কর্তৃক প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যা, সাংবাদিক নির্যাতন, যানবাহনে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসন আমু এমপি। সভায় কেন্দ্রীয় ১৪ দলের জাতীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যগণ এবং জাতীয় সংসদ সদস্যবৃন্দ বক্তব্য রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ