Search
Close this search box.

বিএনপি নির্বাচনে আসলে জানাতে হবে ৩০ নভেম্বরের আগে: ইসি আলমগীর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসতে চাইলে আগামী ৩০ নভেম্বরের আগে জানাতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় ইসি আলমগীর এ কথা জানান। ইসি আলমগীর বলেন, ‘নির্বাচনে যদি বিএনপি আসতে চায়, তাহলে আমাদের ৩০ নভেম্বরের আগে বলতে হবে। তারা যদি বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, তাহলে নির্বাচনের তারিখ ও মনোনয়নের তারিখ পরিবর্তন হতে পারে। সেটা সংবিধানের মধ্য থেকেই করতে হবে।’দেশি-বিদেশি কেউই নির্বাচন কমিশনকে (ইসি) চাপ দেয় না উল্লেখ করে ইসি আলমগীর বলেন, কারণ, বর্তমানে ইসির ওপর কেউ নেই। ইসি সবাইকে চাপ দেবে। ইসি বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই তাঁর নিজের ভোট নিজে দেবে, যাকে খুশি তাকে দেবে। এর বাহিরে যদি কিছু হয়, তাহলেই আমরা বলব প্রভাব বিস্তার। এক্ষেত্রে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট বলা আছে, কেউ যেন প্রভাব বিস্তার করে অন্যের ভোট না দিতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ