Search
Close this search box.

ফেনী-৩ আসনে বাবা- ছেলে ও স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র জমা নিয়ে তুলকালাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে বাবার পাশাপাশি ছেলে এবং স্বামীর পাশাপাশি স্ত্রীর মনোনয়নপত্র জমা নিয়ে চলছে জোর আলোচনা। তবে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে নয় বরং প্রার্থিতা প্রত্যাহারের শঙ্কায় ও প্রতিদ্বন্দ্বিতা বাড়াতেই ভোটে দাঁড়িয়েছেন তারা।

গত নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে আসন ছেড়ে দিতে গিয়ে প্রার্থী প্রত্যাহার করেছিল আওয়ামী লীগ। এবারও সেই ‘শঙ্কা’ থাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য মো. আবুল বাশারের সঙ্গে প্রার্থী হয়েছেন ছেলে যুবলীগের কেন্দ্রীয় সদস্য ইশতিয়াক আহমেদ সৈকত।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছেলের মনোনয়ন দাখিলের বিষয়ে জানতে চাইলে নৌকা মার্কার প্রার্থী মো. আবুল বাশার বলেন, দলীয় সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো আসনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে স্বতন্ত্র পদে দলের যেকোনো নেতা–কর্মী অংশ নিতে পারবেন। তাই ইশতিয়াক আহমেদ ফেনী-৩ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছে।তবে এ আসনে এত প্রার্থী হবেন তা কল্পনা করেননি জানিয়ে তিনি বলেন, এটা আমাদের রাজনৈতিক কৌশলও বলতে পারেন।অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়ে সাবেক সংসদ সদস্য রহিম উল্যাহর প্রার্থিতা বাতিলের শঙ্কায় স্বামীর সঙ্গে ভোটের লড়াইয়ে নেমেছেন তার স্ত্রী পারভীন আক্তারও।সাবেক সংসদ সদস্য রহিম উল্যাহ জানান, তিনি দলীয়ভাবে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে পাননি।তিনি বলেন, দল যাকে ভালো মনে করেছে, তাকেই মনোনয়ন দিয়েছে। স্বতন্ত্র পদে ভোট করার জন্য দল থেকে বলা হয়েছে তাই মনোনয়নপত্র জমা দিয়েছি।রহিম উল্যাহর স্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী পারভীন আক্তার বলেন, তিনি নির্বাচিত হলে সবাইকে নিয়ে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করাসহ এলাকার উন্নয়নে কাজ করবেন। তার বিশ্বাস, জনগণ তাকে অথবা তার স্বামীকে ভোট দিয়ে সংসদ সদস্য পদে বিজয়ী করবেন।তারা ছাড়াও এই আসনে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, জাতীয় পার্টির বর্তমান সাংসদ লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাসুদ উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) জেড এম কামরুল আনাম, স্বতন্ত্র (সাবেক জাতীয় পার্টি প্রার্থী) আনোয়ারুল কবির ওরফে রিন্টু আনোয়ার, তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) তবারক হোসেন, জাকের পার্টির আবুল হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাসের, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের নিজাম উদ্দিন, সাংস্কৃতিক মুক্তি জোটের জোবায়ের ইবনে সুফিয়ান, স্বতন্ত্র আবদুল কাশেম আজাদ।জাতীয় সংসদে ফেনী জেলার আসন তিনটি। এসব আসনে এবার মোট ৩৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোসাম্মৎ শাহীনা আক্তার।বৃহস্পতিবার মনোনয়ন জমাদানের শেষ দিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও স্ব-স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।মোসাম্মৎ শাহীনা আক্তার জানান, ফেনীর তিনটি আসনে ৪৪টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ