Search
Close this search box.

শরিকদের যেসব আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের আসন ছাড়ের বিষয়টি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শরিক দলগুলোর জন্য ৭টি আসন ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাসদ ৩টি ও জাতীয় পার্টিকে (মঞ্জু) একটি আসন ছেড়েছে আওয়ামী লীগ।

ওয়ার্কার্স পার্টিকে দেওয়া হয়েছে বরিশাল-৩ (রাশেদ খান মেনন), রাজশাহী-২ (ফজলে হোসেন বাদশা), সাতক্ষীরা-১ (মোস্তফা লুৎফুল্লাহ আহসান)।

জাসদ পেয়েছে কুষ্টিয়া-২ (হাসানুল হক ইনু) লক্ষ্মীপুর-৪ (মোশারফ হোসেন), বগুড়া-৪ (রেজাউল করিম তানসেন)।

আর জেপিকে দেওয়া হলো পিরোজপুর-২ (আনোয়ার হোসেন মঞ্জু)।

তবে তরিকত ফেডারেশনের আসন নিয়ে এখনও ফায়সালা হয়নি বলে জানিয়েছেন তিনি।

আমির হোসেন আমুন বলেন, আলোচনা আরও বাকি। ১৪ দলের শরিকদের আসনে স্বতন্ত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ