Search
Close this search box.

কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করল বিএনপি

বাংলাদেশ সফররত কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে টানা দেড় ঘণ্টা বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৫টা ১০ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।বিএনপির প্রেস উইং থেকে বলা হয়েছে, বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশ না নেওয়ার কারণ কমনওয়েলথের প্রতিনিধিদের কাছে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়া নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন দলের প্রতিনিধিরা।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ভার্চুয়াল বৈঠকে ৭ জানুয়ারি নির্বাচনের যে পরিবেশ নেই সে সম্পর্কে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সামনে বিস্তারিত তুলে ধরেন বিএনপি নেতারা।কমনওয়েলথের ১০ সদস্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরিতি ব্রুস গোল্ডিং।বিএনপির পক্ষে মঈন খান ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আন্তর্জাতিক বিষয় সম্পাদক হুমায়ুন কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।এর আগে, শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথের পর্যবেক্ষকরা। এরপর বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কমওয়েলথের প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ