Search
Close this search box.

পদত্যাগের জন্য সালাউদ্দিনকে সময় বেঁধে দিলেন ফুটবলার এবং সংগঠকরা

স্পোর্টস ডেস্ক: কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবিতে আবারও সরব সাবেক ফুটবলাররা। শনিবার (৩১ আগস্ট) তাদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভ করেছে সংগঠক এবং সমর্থকরাও। ফুটবল ভবনে গিয়ে ফেডারেশন সাধারণ সম্পাদকের কাছে দাবি তুলে ধরেছেন সাবেকরা। পাশাপাশি নির্বাচন পেছানোর দাবিও জানিয়েছেন বিক্ষুব্ধরা। এদিকে, ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির আহবায়কেরও অপসারণ চেয়েছেন তারা।

বিভিন্ন দাবি-বিক্ষোভের পর মাঝের কদিন শান্ত ছিল ফুটবল ভবন, হঠাৎ শনিবার সাবেক ফুটবলার, সংগঠক, সমর্থকদের স্লোগানে উত্তাল বাফুফে অঙ্গন। প্রধান দরজা পেরিয়ে এদিন বিক্ষুব্ধরা ভবনের ভেতরে ঢুকে পড়েন। সাবেক ফুটবলার আমিনুল হক, কায়সার হামিদ, শফিকুল ইসলাম মানিকরা ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি তুলেন। এমনকি পদ না ছাড়লে তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠক আব্দুস সালাম।

আব্দুস সালাম বলেন, তাকে যেখানে পাওয়া যাবে সেখানে ধরে দু’চারটা দিয়ে তারপর পুলিশের কাছে দিয়ে দেবেন।  সে (সালাউদ্দিন) একটা দুর্নীতিবাজ। আরেকজন বলেন, আপনি (সালাউদ্দিন) স্বপ্ন দেখছেন নির্বাচন করে আবারো সভাপতি হবেন, সেই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে সসম্মানে পদত্যাগ করুন।  বিক্ষোভে অংশ নিয়েছে বিভিন্ন সংগঠন। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২৬ অক্টোবরের নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। আগামী নির্বাচনে যারা প্রার্থিতার প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রতিও হুঁশিয়ারি দিয়েছে সমর্থকরা।

সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, বর্তমান পরিস্থিতিকে অবগত করে ফিফার কাছে অনুরোধ করেন যে আমাদের এই নির্বাচনটি যদি কিছুদিন পিছিয়ে দেয়া যায় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আমরা গণতান্ত্রিক উপায়ে এবং গঠনতন্ত্র অনুযায়ী, ফিফার রুলস ও রেগুলেসন অনুযায়ী নির্বাচনগুলো সম্পন্ন করতে চাই। ক্রীড়াঙ্গন সংস্কার নিয়ে মন্ত্রণালয় যে সার্চ কমিটি করেছে তারও প্রতিবাদ করেছেন বিক্ষুব্ধরা। আহবায়কের অপসারণ দাবি করেছেন আমিনুল হক।

আমিনুল হক আরও বলেন, রানা সাহেবের বিষয়ে যে ফুটেজ রয়েছে বা আওয়ামী সরকারের সঙ্গে তার যে ইনভলভমেন্ট, তার যে পথচলা সেখানে তিনি আসলে একজন বিতর্কিত লোক। এ ধরণের লোককে সার্চ কমিটির মতো কনভেনর করা আসলে সমীচীন হয়নি।

কাজী সালাউদ্দিনের পদত্যাগ এবং নির্বাচন পেছানোর দাবি ফেডারেশন সাধারণ সম্পাদককে জানিয়েছেন সাবেক ফুটবলাররা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ