Search
Close this search box.

৬৬ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করলো উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চলছে প্রথম দিনের খেলা। এরই মধ্যে দিনের দ্বিতীয় সেশন শেষ হয়েছে। চা বিরতিতে যাওয়ার আগে স্কোরকার্ডে ১১৬ রান জমিয়েছে উইন্ডিজ; বিনিময়ে হারিয়েছে ৩ উইকেট।

দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ৩১ ওভার। ওয়েস্ট ইন্ডিজ এই সেশনে তুলেছে ৬৬ রান। বাংলাদেশ ঝুলিতে পুড়েছে ১টি উইকেট। ৩৭.৩ ওভারে কাভেম হজ রান আউট হন। তবে ওয়েস্ট ইন্ডিজ খুশি হবে মিকাইল লুইসের ব্যাটিংয়ে। ওপেনিংয়ে নেমে এখন পর্যন্ত ১৬৬ বল খেলে ৭১ রানে অপরাজিত আছেন লুইস। চতুর্থ উইকেটে তাকে সঙ্গ দিচ্ছেন অ্যাথানেজ। তাকে সঙ্গে নিয়ে ৯৯ বলে অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি গড়েছেন লুইস। আজ প্রথম দিনে শেষ সেশনেও দুজনের কাছ থেকে জমাট ব্যাটিং চাইবে ওয়েস্ট ইন্ডিজ।

চতুর্থ উইকেটে সাবধানি ব্যাটিং করছেন লুইস ও অ্যাথানেজ। অবশ্য একবার জীবন পেয়েছেন অ্যাথানেজ। মেহেদী হাসান মিরাজের বলে বড় শট খেলতে চেয়েছিলেন। বল উঠে যায় আকাশে। মিড অনে ক্যাচ ধরার জন্য দৌড়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু অ্যাথানেজের ভাগ্য ভালো, তাসকিন নাগাল পাননি বলের।

বাংলাদেশের বোলাররা এই সেশনে তেমন সাফল্য না পেলেও ভালো লাইন-লেংথে বোলিং করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ