মায়ের সাথে দেখা করতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিশু ইয়াসিন

মায়ের সাথে দেখা করতে গিয়ে বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ১০ বছরের শিশু ইয়াসিন সিকদার। ঘটনার সময় ইয়াসিন তার নানার হাত ধরে মহাসড়ক পার হচ্ছিলেন, তখন একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার নানা মজিবর রহমান (৬০) গুরুতর আহত হন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর পুলিশ ফাঁড়ির সামনে। নিহত ইয়াসিন আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার মো. সুমনের ছেলে।

নিহতের পরিবার জানায়, তিনদিন আগে ইয়াসিনের মায়ের সাথে এক যুবকের বিয়ে হয়। মঙ্গলবার রাতে ইয়াসিনের নানা তাকে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যান, কিন্তু বাসের চাপায় তার প্রাণ কেড়ে নেয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, মহাসড়কে একটি বাস ইয়াসিনকে চাপা দেয়, ফলে তার মৃত্যু হয় এবং তার নানা আহত হন।

অপরদিকে, একই রাত পৌনে ৯টায় দক্ষিণ বাটাজোর এলাকায় একটি বাস ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, গুরুতর আহত মজিবর রহমানকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৃথক দুর্ঘটনার ঘটনায় যানবাহন আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়, তবে আগুন দেওয়ার আগেই বাসের সব যাত্রী নিরাপদে বেরিয়ে যান, ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ