ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই। তিনি বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

চিকিৎসকদের তথ্যানুযায়ী, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

অধ্যাপক আরেফিন সিদ্দিক ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান। ২০০৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান।

২০১৭ সালে উপাচার্যের দায়িত্ব শেষ করার পর তিনি পুনরায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। পরবর্তীতে, ২০২০ সালের জুন মাসে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ