মাদারীপুরের শিবচরে এক নার্সকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক মালিক গ্রেপ্তার

মাদারীপুরে নার্সকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক মালিক গ্রেপ্তার

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি আপেল মাহমুদ (৪০), যিনি শিবচর ইউনাইটেড হসপিটালের মালিক।

শিবচর থানা সূত্রে জানা গেছে, ওই নার্স দীর্ঘ কয়েক বছর ধরে ওই হাসপাতালে কর্মরত ছিলেন। চাকরির সময়কালেই তাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আপেল মাহমুদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর পরিবার। এই মামলার পরিপ্রেক্ষিতে শিবচর থানার এসআই রেনুকা আক্তার অভিযানে নেমে তাকে গ্রেপ্তার করেন।

শিবচর থানার ওসি রতন শেখ জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া আপেল মাহমুদের বিরুদ্ধে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে। নতুন করে তার প্রতিষ্ঠানে কর্মরত এক নার্সকে ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার (১৫ মার্চ) তাকে আদালতে হাজির করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ