শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। এই ফোরামে তিনি যুবসমাজের ভূমিকা, সম্ভাবনা এবং ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে আলোচনা করেন।

ড. ইউনূস তার বক্তব্যে বলেন, যুবসমাজই আগামী দিনের চালিকাশক্তি। নতুন প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতাই বিশ্বের উন্নয়নকে ত্বরান্বিত করবে। তিনি তরুণদের দায়িত্বশীল নেতৃত্বের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে হলে তাদের নতুন চিন্তাধারা ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।

এছাড়া, তিনি আত্মকর্মসংস্থান এবং সামাজিক ব্যবসার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। ড. ইউনূস বলেন, কেবল চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি সফল সামাজিক ব্যবসার বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে বোঝান, কীভাবে একজন তরুণ উদ্যোক্তা নিজেই কর্মসংস্থান তৈরি করতে পারেন এবং একইসঙ্গে সমাজের কল্যাণে অবদান রাখতে পারেন।

ফোরামে উপস্থিত তরুণ প্রতিনিধিরা ড. ইউনূসের বক্তব্য গভীর আগ্রহের সঙ্গে শোনেন এবং তার পরামর্শকে অনুপ্রেরণাদায়ক হিসেবে গ্রহণ করেন। এই ফোরামের মাধ্যমে তরুণদের নতুন দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীল নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ