Search
Close this search box.

মিলন সব্যসাচী’র কবিতা ‘দারুচিনির দেশ’

দারুচিনির দেশ
মিলনসব্যসাচী

শিল্পির আঁকা ছবির মতো দারুচিনির দেশ
তমালতরুর শীতল ছায়ায় মুক্ত পরিবেশ
শিশির ভেজা হিমেল হাওয়ায় শিউলি ঝরা ভোর
পথের ধূলায় সাজায় আমার স্বপ্নের করিডোর।

আমি গাঁয়ের দুষ্টু কিশোর রাখাল রাজার সাজ
ধূলি মাটির সিংহাসনে শখের মহারাজ
কালের কিশোর কবি আমি মহাকালের বীর
হিমালয়ের চেয়েও আমার উন্নত এই শির।

সিন্দাবাদের মতোই আমি আমার কীসের ভয়
ঝড়-জলোচ্ছ্বাস খুব সহজে করতে পারি জয়
হাচন লালন রবি নজরুল মুক্তি সেনার দল
আঁধার রাতে বাধার পথে বাড়ায় মনোবল।

কুমার কূলেরএকতারাটায় বাউল গানেরসুর
সুরের তালে নাচায় কেবল স্বপ্নের সমুদ্দুর
ওই সুদূরে পাহাড়পুরে সবুজ ঢেউয়ের মাঠ
প্রকৃতির এই পাঠশালাতে শেখায় নতুন পাঠ।

পথের পাশে ফুঠে থাকা রঙিন বনফুল
সুবাস দিতে আমায় ডেকে ভাঙে সবার ভুল
আকাশ আমার লেখার খাতা সবুজ সাথি বই
ছবির খাতায় আজ এঁকেছি স্বপ্ন-চূড়ার মই।

মায়ের মতো গাঁয়ের স্মৃতি গুল্মলতার ঘর
সারস পাখির মিলন মেলা ধূসর বালুচর
নদ-নদী আর সাগর পাহাড়পাখির কলরব
সুনীল আকাশ সবুজের মাঠ আমার আছে সব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ