স্টাফ রিপোর্টার : হাইকোর্টের চূড়ান্ত রায়ে এবি পার্টির নিবন্ধন প্রাপ্তিতে গাজীপুর জেলা ও মহানগর যুব পার্টির আনন্দ মিছিল।
আজ মঙ্গলবার আমার বাংলাদেশ পার্টি- (এবি পার্টি) কে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে দেয়া হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে গাজীপুর হারিকেন চত্বরে আনন্দ মিছিল করে গাজীপুর জেলা ও মহানগর যুব পার্টি।
এবি যুব পার্টির গাজীপুর জেলা ও মহানগর সদস্য সচিব এ্যডভোকেট সুলতানা রাজিয়ার সঞ্চালনায় ও আহবায়ক মাসুদ জমাদ্দার রানার সভাপতিত্বে মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম আহবায়ক বি এম নাজমুল হক, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি সচিব এবিএম খালিদ হাসান, যুব পার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, গাজীপুর জেলা আহবায়ক ইন্জিনিয়ার আলমগীর হেসেন।
বিএম নাজমুল হক বলেন, সকল শর্ত পূরণ করার পরেও বিগত দূর্নীতিবাজ ডামি সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন এবি পার্টির নিবন্ধন প্রদান করেনি। কিন্তু হাইকোর্ট বিশেষ বেঞ্চ এবি পার্টিকে অনতিবিলম্বে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশনা প্রদান করেছেন। এতে আবারো প্রমাণিত হয়েছে জনগনের অধিকার আদায়ে সক্রিয় রাজনৈতিক দল এবি পার্টির অগ্রযাত্রাকে অন্যায়ভাবে রুখে দেয়া যাবে না।
এবিএম খালিদ হাসান বলেন, আওয়ামী লীগ ১৬ বছর দেশের অর্থনীতিসহ সকল প্রতিষ্ঠানকে ভেঙ্গে দিয়েছে। তাই কোন অবস্থায় তাদেরকে ছাড় দেয়া হবে না। তাদেরকে বিচারপর আওতায় আনতে হবে।
যুব পার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল বলেন, ছাত্র-যুব-জনতার বিপ্লবকে অর্থবহ করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে। দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন যুব পার্টির ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ইন্জিনিয়ার কৌশিক আহমদ,গাজীপুর যুব পার্টির যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম সরকার যুগ্ম সদস্য সচিব নাছির উদ্দীন গালিব , যুব পার্টি যুগ্ন সদস্য সচিব জুয়েল রানা, রাজিয়া বেগম, হাসান মাহমুদ, মনির হোসেন, ফজলুল করিম, ফারুক হোসেন, হারুন মিয়া, রাজিব খান সেতু প্রমুখ।