Search
Close this search box.

মুন্সীগঞ্জে ফেন্সিডিল ইয়াবা গাঁজা ও মদসহ ৩০ লাখ টাকার মাদক ধ্বংস

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ আদালতের চলমান ও নিষ্পত্তি ২৩ মামলার ৩০ লাখ টাকার মাদক ধ্বংস করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দক্ষিণ পাশে এসব মাদক ধ্বংস করা হয়।

মুন্সীগঞ্জ আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামের উপস্থিতিতে ২১ লাখ ৪১ হাজার টাকার ১০৭ কেজি গাঁজা, ৬ লাখ ৮০ হাজার টাকার ৩৪০ বোতল ফেনসিডিল, ৭৩ হাজার ২০০ টাকার ২৪৪ পিস ইয়াবা ও ১০ হাজার টাকা মূল্যের ৩ বোতল বিদেশি মদ ধ্বংস করা হয়।

এ সময় বিচারকের উপস্থিতিতে গাঁজা ওজন দিয়ে মেপে আগুনে পুড়িয়ে, ফেন্সিডিল দা দিয়ে কুপিয়ে ও ইয়াবা ট্যাবলেট সহ বিদেশি মদ পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আদালতের মালখানার দায়িত্বে থাকা পুলিশের এসআই ইসফাত আরা খানম সহ আদালতের অন্যান্য কর্মচারীরা।

এ ব্যাপারে এসআই ইসফাত আরা খানম বলেন, আদালতের চলমান ও নিষ্পত্তি ২৩ মামলার ৩০ লাখ টাকা মূল্যের মাদক ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ১০৭ কেজি গাঁজা, ৩৪০ বোতল ফেনসিডিল, ২৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল বিদেশি মদ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ