সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলির শব্দে পালাতে বাধ্য হন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় প্রায় ১০-১২ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ অক্টোবর) আশুলিয়া থানার পরিদর্শক মোস্তফা কামাল জানান, সংঘর্ষটি আশুলিয়ার জামগড়া এলাকায় দ্য রোজ গার্মেন্টস লিমিটেডের সামনে ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে ধাওয়া করেন, আর আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়।
জানা যায়, যুবলীগ নেতা কবির হোসেন সরকার কারখানার ঝুট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে বিএনপি নেতাকর্মীরা ব্যবসা দখলের চেষ্টা করলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বর্তমানে এলাকাটিতে থমথমে পরিবেশ বিরাজ করছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে।