Search
Close this search box.

সখীপুরে যৌথবাহিনীর অভিযানে ৮ ব্যবসায়ীকে জরিমানা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে যৌথবাহিনীর অভিযানে ৮ ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ পলিথিন রাখার দায়ে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০ টার দিকে পৌরশহরে বাজার মনিটরিং এ বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটোয়ারি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বাজার মনিটরিং কমিটি, জনপ্রতিনিধি, বণিক সমিতির প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধ পলিথিন রাখার অপরাধে মুদি দোকানদার আরফান আলীকে ৩ হাজার টাকা, তোমেজ উদ্দিনকে ৫ হাজার, শফিকুল ইসলামকে ৩ হাজার, নাসির উদ্দিনকে ৫ হাজার, মুরগি ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নিষিদ্ধ পলিথিনের ব্যবসা করায় আয়নাল হককে ২০ হাজার টাকা, লুৎফর রহমানকে ৮ হাজার ও উপজেলার কচুয়া বাজারের জুয়েল তালুকদারকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, সরকার ১লা নভেম্বর থেকে পলিথিন নিষিদ্ধ করেছে। কিছুদিন আগে একটি অভিযান পরিচালনা করে সেখানে একটি মামলা করা হয়, এবং সংস্লিষ্ট ব্যবাসায়ীদেরকে আমরা পলিথিন ব্যবহারে নিষেধ করি। তারপরেও আমরা একই কার্যগুলো দেখতে পাই। এর প্রেক্ষাপটে আটজন ব্যবসায়ীকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ