সিরাজদিখানে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ওড়না পেঁচিয়ে দিনমজুর শাহাদাত হোসেনের স্ত্রী বানেছা আক্তার (২০)নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।শুক্রবার ৬ ডিসেম্বর সন্ধ্যা অনুমান সাড়ে ৫ টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সে গাইবান্ধ জেলার সুন্দরগঞ্জ উপজেলার আমডাকুয়া গ্রামের বাসিন্দা। স্বামী শাহাদাত হোসেন মোস্তফা মিয়া বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করে।

স্থানীয় সুত্রে জানা যায় শুক্রবার ৬ ডিসেম্বর সন্ধ্যা ৫ হতে সাড়ে ৫ টার দিকে মোস্তফা মিয়া বাড়ির ভাড়াটিয়া বানেছা আক্তার (২০) টিনসেট ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হবে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ