সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকেই চাঁদা নেয়। হয়তো চাঁদার রেট আরও বাড়িয়ে দিয়েছে। যেখানে যেভাবে ভাগ নেওয়া যায়, সব নেয়। এটা কিন্তু জামায়াত নেয় নাই।’
আজ শনিবার টাঙ্গাইলের সখীপুরে তাঁর বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, ‘জামায়াতেরা কিন্তু বেবি-ট্যাক্সি (অটোরিকশা) স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চান্দা (চাঁদা) নেয় নাই। বিএনপি কিন্তু এমন করছে।
‘আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষই করছে।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আমার গামছা মার্কার দল সখীপুরের দল, টাঙ্গাইলের দল। আজ বর্ধিত সভায় এতগুলো মানুষের উপস্থিতি! মুক্তিযুদ্ধের সময় আমার সঙ্গে মাত্র কয়েকজন মানুষ ছিল, মানুষের মতো মানুষ একটা-দুইটা-তিনটা-চারটা-পাঁচটা থাকলেই হলো।’
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু,
সাবেক পৌর মেয়র ও উপজেলা সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, সহসভাপতি সানোয়ার হোসেন মাস্টার, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, দুলাল হোসেন, আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন, তুহিন সিদ্দিকী, বাদল মিয়া, আঁখি আতোয়ার, খলিলুর রহমান প্রমুখ।