রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে কুড়িগ্রামে শিশু কিশোরদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে কুড়িগ্রামে শিশু কিশোরদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
২০২৪ হইতে ২০২৫ অর্থবছরের উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলার উপ-পরিচালক আবদুর রাজ্জাক রনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা কর্মচারী আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।