কাজাখস্তানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত,বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বিধ্বস্ত উড়োজাহাজের অন্তত ৪০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ২৭ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হয়ে ভূমিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। এরপর জরুরি পরিষেবা কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। বিমানটিতে এখন জীবিত কেউ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানে মোট ১০৫ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন।

রাশিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আজারবাইজান এয়ারলাইন্সের ওই বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের রাজধানী গ্রোজনির উদ্দেশ্যে রওনা হয়। তবে গ্রোজনিতে ব্যাপক কুয়াশার কারণে রানওয়ে অস্পষ্ট হয়ে যাওয়ায় বিমানটি ফের বাকুর দিকে ফিরে আসছিল। পথে কাজাখস্তানের আকটাউ শহরের আকাশে সেটি বিধ্বস্ত হয়ে পড়ে।

এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো কর্মকর্তা মন্তব্য করেননি। রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রায়ার ১৯০ সিরিজের একটি উড়োজাহাজ। যার ফ্লাইট নম্বর ছিল জে২-৮২৪৩।

এদিকে কাজাখস্তান কর্তৃপক্ষ জানায় যে, বিমানটি সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ