কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর কারিতলার লিয়াকত আলী(সাবেক মেম্বার) এর স্ত্রী ও ছেলে এক হাজার ইয়াবা ও মাদক বিক্রির “ঊনিশ লক্ষ সাতষট্টি হাজার পাঁচ শত টাকা” সহ গ্রেফতার,লিয়াকত আলী কৌশলে পালিয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনবাহিনীর কুষ্টিয়া”রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি” কর্তৃক দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউনিয়নের বৈরাগীরচর কারিতলা গ্রামের লিয়াকত আলী(সাবেক মেম্বার) এর বাড়িতে অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত ব্যাক্তি কাজল রেখা,স্বামী-লিয়াকত আলী,আব্রাহাম লিংকন,পিতা-লিয়াকত আলী।লিয়াকত আলী কৌশল পলায়ন করে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে।স্থানীয় সূত্রে জানাগেছে লিয়াকত আলীর নামে বাংলাদেশের বিভিন্ন থানাতে প্রায় ডজন খানেক অস্র ও মাদক মামলা রয়েছে,কিছু মামলা থেকে অব্যাহতি পেয়েছে। গ্রেফতারকৃত লিয়াকত আলীর স্রী কাজলী খাতুন শিক্ষকতার আড়ালে মাদক ও অবৈধ অস্র ব্যাবসার সাথে জড়িত,লিয়াকত আলীর ছেলে আব্রাহাম লিংকন ঢাকার একটি ইউনিভার্সিটিতে”ল’শাখার ছাত্র,পড়ালেখার পাশাপাশি মাদক ও অস্র ব্যাবসা সিন্ডিকেট সদস্য বলে জনা গেছে।
এতে এলাকাতে মাদক ও অস্রের পরিমান বেড়ে যায়,স্থানীয়রা চরম অস্বস্তিতে পড়ে,লিয়াকতের ভয়ে প্রশাসনের কাছে স্থানীয়রা মুখ খুলতে সাহস পায়না,গতকাল রাতে বাংলাদেশ সেনবাহিনী কুষ্টিয়া শাখার দায়িত্বরত টীম কর্তৃক অভিযান পরে স্থানীয় জনমনে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে রবিবার।