ভ্রমণে অনভিজ্ঞ হলেই নানা সমস্যা

লাইফস্টাইল :

ভ্রমনবিলাসী অনভিজ্ঞ হলেই নানা সমস্যায় পড়েন। অবশ্য নিয়মিত ভ্রমণ করলে এসব সমস্যা তারা এড়িয়ে যেতে পারেন। কিন্তু যেমনটা বলছিলাম, অনভিজ্ঞতার দরুন অনেকেই ভুল করে বসেন। সেসব ভুল নিয়েই আজকের এই লেখা।

বেশি প্যাকিং করা: ঘুরতে যাবেন তাই রাজ্যের সব জিনিস ব্যাগে গুছিয়ে নেন অনেকে। বিমানে ভ্রমণের ক্ষেত্রে অনেকেই অতিরিক্ত লাগেজ ফি দেন। আবার এসব ভারি জিনিস বহনেও সমস্যা দেখা দেয়।

ফোনের ডাটা প্যাক ও ব্যালেন্স: ভ্রমণের সময় স্মার্টফোনে ইন্টারনেট প্যাক ও ব্যালেন্স রাখার বিষয়ে অনেকেই গাফলতি করেন। এমনটা করা উচিত নয়।

পরিকল্পনা না করা: যেকোনো ভ্রমণেই পরিকল্পনা অত্যন্ত জরুরি। অথচ আমরা পরিকল্পনা করিই না প্রায়। এজন্য বাড়তি অনেক খরচ আমাদের গুনতেই হয়। আবার পরিকল্পনা ছাড়া এলোমেলো বিক্ষিপ্ত হয়ে যায় ভ্রমণের অভিজ্ঞতা।

ব্যাংকিং সুবিধা নিশ্চিত না করা: ভ্রমণের সময় হুটহাট টাকার প্রয়োজন হলে ব্যাংকিং সেবার সাহায্য নিতে পারলে ভালো। বিশেষত ক্রেডিট কার্ড সুবিধা পেলে তো আরও ভাল। তবে ভ্রমণের আগে অবশ্যই ক্রেডিট কার্ড কোম্পানিতে তা জানিয়ে নেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ