এমপির বাড়ি দখল করা সেই নারী সমন্বয়ক গ্রেফতার

এমপির বাড়ি দখল করা সেই নারী সমন্বয়ক গ্রেফতার

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়ি ভাঙচুর, লুটপাট, দখল এবং ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় সমন্বয়ক পরিচয় দেওয়া মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৯ মার্চ) রাতে শহরের পশ্চিম আকুর-টাকুরপাড়া (হাউজিং) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিষ্টি জেলার বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের জশিহাটী গ্রামের মাজহারুল ইসলামের মেয়ে। তিনি টাঙ্গাইল শহরের আকুর-টাকুরপাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন।

এর আগে, শনিবার (৮ মার্চ) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে তিনি জোয়াহেরুল ইসলামের শহরের ছোটকালীবাড়ি এলাকায় ছয়তলা ভবনের তালা ভেঙে প্রায় ২০ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে বাড়িটি দখল করেন। এ ঘটনা নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে, যৌথবাহিনী অভিযান চালিয়ে সেদিন রাতেই বাড়িটি দখলমুক্ত করে।

পরে পুলিশ মিষ্টিকে হেফাজতে নেয়, তবে গভীর রাতে মুচলেকা দিয়ে তিনি মুক্তি পান।

এ ঘটনার পর, রবিবার (৯ মার্চ) জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান টাঙ্গাইল সদর থানায় বাসা ভাঙচুর, লুটপাট, দখল এবং ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেন। মামলার পর পুলিশ মিষ্টিকে গ্রেফতার করে।

রওশন আরা খান অভিযোগ করে বলেন, “মিষ্টি প্রথমে আমার কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেছিল। টাকা না দেওয়ায় তারা বাড়ি দখল করে। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। বাড়িটি আমার নামে, স্বামীর নামে নয়। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।”

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, জোয়াহেরুল ইসলামের স্ত্রীর করা মামলার ভিত্তিতে রবিবার মিষ্টিকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ