যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রেক্সোনা খাতুনকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছেন স্বামী রাকিবুল ইসলাম। সোমবার সকালে নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, রাকিবুলের প্রথম স্ত্রী ঢাকায় থাকলেও তাঁদের মেয়ে বাবার সঙ্গেই থাকত। মেয়ের জন্য মিষ্টি বা খাবার আনার বিষয়ে প্রায়ই বর্তমান স্ত্রী রেক্সোনার সঙ্গে তাঁর ঝগড়া হতো। সোমবার সকালে একই বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রাকিবুল কাজে বের হতে চাইলে রেক্সোনা বাধা দেন। উত্তেজিত হয়ে রাকিবুল পাশের বাঁশ দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন, এতে রেক্সোনার মাথায় গুরুতর আঘাত লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
চৌগাছা থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনার পর থেকেই আসামি রাকিবুল ইসলাম পলাতক, তাঁকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।