Search
Close this search box.

৩৭ দিন পর মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু

স্টাফ রিপোর্টার: টানা ৩৭ দিন বন্ধ থাকার পর আজ রোববার (২৫ আগস্ট) থেকে নিয়মিত চলবে মেট্রোরেল। তবে আপাতত মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে থামবে না ট্রেন। শনিবার (২৪ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার (২২-২৩ আগস্ট) পরীক্ষামূলকভাবে চালানো হয় মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে ডিএমটিসিএল।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওইদিন বিকেল ৫টায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর পরদিন মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করা হয়।

সবশেষ রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। ডিএমটিসিএল জানিয়েছে, সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা ‍উত্তর মেট্রো স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনদু’টিতে শুধুমাত্র এমআরটি/র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

অন্যদিকে রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনগুলোয় শুধুমাত্র এমআরটি/র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

এ ছাড়া মেট্রোরেল স্টেশন থেকে সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত একক ভ্রমণ টিকিট ক্রয় করা যাবে। সেই সঙ্গে এমআরটি পাস ক্রয় ও এমাআরটি/র‌্যাপিড পাসে রিচার্জ করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ