Search
Close this search box.

চিকিৎসকদের নিরাপত্তায় ঢামেক হাসপাতালে বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার: চিকিৎসকদের নিরাপত্তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই প্লাটুন বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তর থেকে রবিবার (১ সেপ্টেম্বর)  এ তথ্য জানানো হয়েছে। এ অবস্থায় চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

শনিবার (৩১ আগস্ট) রাতে হাসপাতালটিতে চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটে। পরে রবিবার ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ঢামেক নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন আব্দুল আহাদ। দুপুরে প্রশাসনিক ব্লকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এদিকে চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন ঘোষণা দিলে তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ