Search
Close this search box.

রাজধানীতে বাড়ছে ছিনতাই, থানায় মামলা কম

স্টাফ রিপোর্টার: ছিনতাই আতঙ্কে রাজধানীবাসী। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় ভুক্তভোগীর মৃত্যুতে, ভীতি আরো বেড়েছে। তবে তিন মাসে ডিএমপির বিভিন্ন থানায় মামলা হয়েছে তুলনামূলক কম। অবশ্য মামলার সংখ্যা দিয়ে, অপরাধের পরিমাপ করা যায় না বলে মত বিশেষজ্ঞদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, সব জায়গায় সমান নজরদারির তাগিদ তাদের। পুলিশ বলছে, তাদের তৎপরতা বেড়েছে।

গত ২০ অক্টোবর রাত পৌনে তিনটার দিকে রিকশায় তেজগাঁও যাচ্ছিলেন শোভন নামের এক শিক্ষার্থী। মগবাজার চৌরাস্তা থেকে, রিকশাকে অনুসরণ করে তিনটি মোটরসাইকেল। রেলগেট পার হতেই অস্ত্রের মুখে ব্যাগ-আইফোন ছিনতাই করা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই বেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এতে চাপা আতঙ্ক আছে নাগরিকদের মাঝে।

তবে এসব নিয়ে ৩ মাসে মামলা মাত্র ৪৪টি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, মামলার সংখ্যা দিয়ে অপরাধ পরিমাপের সুযোগ নেই।

অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, অনেক সময় মামলার সংখ্যা কতো, কতোজন গ্রেপ্তার হলো তা দিয়ে প্রকৃত পরিস্থিতি বোঝা যায় না। যারা ভিকটিম তারা অনেকেই আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হতেই চান না।

ছিনতাই-ডাকাতির ঘটনায় সম্প্রতি আলোচনায় আসে মোহাম্মদপুর। সেখানে সেনা ও পুলিশ ক্যাম্প বসানোর পর, কিছুটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। যদিও বিশ্লেষকদের শঙ্কা, শুধু একটি এলাকায় নজর থাকলে, অন্য জায়গায় ছড়াতে পারে অপরাধীরা।

অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, সামগ্রিকভাবে বিবেচনা না করলে তখন প্রকৃত পরিস্থিতি উপলব্ধি করা অনেক সময় কঠিন হয়ে যায়। পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রেও অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়।

এদিকে ছিনতাই বাড়লেও আইনশৃঙ্খলার অবনতি দেখছে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অপরাধে জড়িতরা যেখানেই থাকুক, ছাড় পাবে না বলে জানান কর্মকর্তারা।

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আগের যে ঘটনাগুলো ঘটেছে তার ভিত্তিতে আমরা কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছি।

গত এক মাসে, রাজধানীতে চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগে যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে কয়েক শ’ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ