ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করেছে দুদক

স্টাফ রিপোর্টার: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ নভেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে ১০, ১১ ও ১২ নভেম্বরের মধ্যে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

এতদিনে উঠে আসা অভিযোগ অনুযায়ী, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, ইউনাইটেড সুপার ট্রেডার্স, সেঞ্চুরি ফুড প্রোডাক্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে অর্থ আত্মসাৎ করেছে। এ ঘটনায় ব্যাংকটির মনিটরিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিনিয়োগ কমিটির সদস্যসহ অন্যান্য কর্মকর্তাদেরও তলব করা হয়েছে।

ইসলামী ব্যাংকের ২৩ কর্মকর্তার মধ্যে ১০ নভেম্বর যাদের হাজির হতে বলা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন, এসভিপি খালেকুজ্জামান, মোহম্মদ নজরুল ইসলাম, মোহম্মদ সাব্বির ও রফিকুল ইসলাম। ১১ নভেম্বর তলব করা হয়েছে, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে। আর ১২ নভেম্বর তলব করা হয়েছে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং আরও কিছু কর্মকর্তাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ