সীমান্ত সম্ভারে চাঞ্চল্যকর স্বর্ণ চুরির রহস্য উদঘাটন

স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমণ্ডিতে সীমান্ত সম্ভারের স্বর্ণের দোকানে সংঘটিত চাঞ্চল্যকর চুরির রহস্য উদঘাটন করেছে ডিএমপির গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। অভিযানে তিনজনকে গ্রেপ্তার ও তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ৫০ ভরি আট আনা স্বর্ণালঙ্কার।গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ রুবেল (২৮), সফিক ওরফে সোহেল (৩৫), এবং সাদ্দাম হোসেন (৩১)।

ধারাবাহিক অভিযানে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে শনিবার (১১ জানুয়ারি) পর্যন্ত কুমিল্লার কোম্পানীগঞ্জ ও মুরাদনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

ডিবি সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি বিজিবি সীমান্ত সম্ভারের শপিং কমপ্লেক্সে অবস্থিত ‘ক্রাউন ডায়মন্ড এন্ড জুয়েলার্স’ (দোকান নং ০১৪ ও ০১৫) থেকে ১৫৯ ভরি স্বর্ণালংকার চুরি হয়। স্বর্ণালংকারের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। শো-রুমের মালিক কাজী আকাশ ধানমণ্ডি থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ডিবি জানায়, ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, সংঘবদ্ধ চোরচক্র অভিনব কৌশলে মাত্র আট মিনিটে চুরি সম্পন্ন করে। একজন চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে, আরেকজন দ্রুত তালা কাটে। এরপর একজন দোকানে প্রবেশ করে ডিসপ্লে থেকে স্বর্ণালংকার বের করে ব্যাগে ভরে নেয়। এ সময় আরও কয়েকজন আশপাশে ঘোরাফেরা করছিল।

ভিডিও ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে ডিবি পুলিশ ৯ জানুয়ারি থেকে অভিযান শুরু করে। প্রথমে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পথে মোঃ রুবেলকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার দেবীদ্বার থেকে সফিক ওরফে সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ বাজারের একটি জুয়েলারি দোকান থেকে ২৮ ভরি ১৪ আনা স্বর্ণালঙ্কার এবং ২১ ভরি ১০ আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। অভিযানে সাদ্দাম হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

ডিবি জানিয়েছে, চুরি হওয়া স্বর্ণালঙ্কারের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে কাজ চলছে।

ডিবি লালবাগের একজন কর্মকর্তা বলেন, “এটি অত্যন্ত পরিকল্পিত একটি চুরি। আমরা প্রযুক্তিগত এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চক্রটি শনাক্ত করেছি। অভিযুক্তদের কাছ থেকে প্রাপ্ত স্বর্ণালংকার মালিককে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ