গত ৫ আগস্টের পর থেকে রাজধানী ঢাকা যেন দাবির শহর হয়ে ওঠেছে। প্রায় প্রতি দিনই ঢাকার কোথাও না কোথাও রাস্তা আটকে লোকজন বসে পড়ছেন দাবি আদায়ে। এতে বাড়ছে জনভোগান্তি। তবুও দাবি আদায়ে অনড় তারা, ছাড়ছেন না সড়ক।
বুধবার দুপুরে রাজধানীর গুলশানের নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারণে-অকারণে অবরোধের নামে রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে। এরা ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে। আপনারা আপনাদের গণমাধ্যমে জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন।
সরকার পতনের পরে ছয় মাস পূর্ণ হয়েছে, আপনারা কতটুকু অর্জন করতে পেরেছেন? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুশি কি-না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা কতটুকু অর্জন করতে পেরেছি এটা জনগণ বলতে পারবে। গণমাধ্যমের সহকর্মীরা বলতে পারবেন। আমরা কেমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি। জনগণের আশা আমরা আস্তে আস্তে পূরণ করছি।