বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূর। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যা আজও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। নতুন খবর হলো, দেশে বন্যায় আক্রান্ত ১১ জেলার মানুষের দুর্দশা থেকে কষ্ট পাচ্ছেন এই অভিনেত্রী। আর বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি।
শাবনূর লিখেছেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় তছনছ হয়ে গেছে দেশের বিভিন্ন জেলা-উপজেলা। বিশেষ করে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলার পুরো জনপদ বানের পানিতে তলিয়ে গেছে। মানুষের সীমাহীন দুর্ভোগ দেখে খুব কষ্ট পাচ্ছি। বেশি পীড়া দিচ্ছে ঘরছাড়া নারী, শিশু ও বয়স্ক মানুষের অসহায়ত্ব দেখে।
তিনি আরও লিখেছেন, বন্যার্তদের সহায়তায় মানুষের অভূতপূর্ব সাড়া দেখে মনের মধ্যে শান্তি অনুভব করছি। এবার বন্যাকবলিত অসহায় মানুষের আর্থিক ও মানবিক সাহায্যে এগিয়ে এসেছেন বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী, সশস্ত্র বাহিনীর সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ অনেকেই, যা সত্যিই প্রশংসনীয়।
সবশেষে এই অভিনেত্রী লিখেছেন, মানুষ যে মানুষের জন্য- এই কথার যথার্থতা আবারও প্রমানিত হলো।
ভক্ত-অনুরাগীরা শাবনূরের এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন।
আব্দুস সামাদ নামে একজন লিখেছেন, ভালোবাসা অবিরাম প্রিয় আপু।
মিঠুন রায় লিখেছেন, অনেক সুন্দর পোস্ট। দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু।
মো. কামরুজ্জামান সুমন লিখেছেন, ভালোবাসা রইলো আপু।
রাসেল নামে আরেকজন লিখেছেন, প্রত্যেকে আমরা দেশের তরে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।