Search
Close this search box.

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন আদানি

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন আদানি

আন্তর্জাতিক ডেস্ক – অ্যামাজন বস জেফ বেজোস এবং লুই ভিটনের কর্ণধার বার্নার্ড আর্নল্টকে টপকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। এখন তার সামনে কেবল টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এদিন প্রকাশিত ফোর্বস রিয়েল টাইম বিলিয়নেয়ার তালিকায় দেখা যায়, বর্তমানে আদানি গ্রুপের চেয়ারম্যানের নিট সম্পদের মূল্য ১৫৫ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। বেজোসের যা ১৪৯ দশমিক ৭ বিলিয়ন ডলার। আর আর্নল্টের মোট সম্পদের পরিমাণ ১৫৫ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার।

তবে আগের মতোই এবারও ধনকুবেরদের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন ইলন মাস্ক। তার নিট সম্পদের মূল্য ২৭৩ দশমিক ৫ বিলিয়ন ডলার। বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তিদের প্রথম ১০ জনের তালিকায় রয়েছেন আরেক ভারতীয় মুকেশ আম্বানি। তিনি আছেন অষ্টম স্থানে। তার সম্পদের পরিমাণ ৯২ বিলিয়ন ডলার।

দ্রুতগতিতে ধনীদের তালিকায় উপরে উঠছেন আদানি। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বদেশী ধনকুবের এবং রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার শ্রেষ্ঠ ধনী হন আদানি। জুলাইয়ে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা মার্কিন ব্যবসায়ী বিল গেইটসকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ ধনীর জায়গায় বসেন তিনি। আগস্টে ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আর্নল্টের তৃতীয় স্থান দখল করেন আদানি। এতে প্রথম এশীয় হিসেবে শীর্ষ তিন ধনীর তালিকায় স্থান পান তিনি।

ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের জেরে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে বিশ্বব্যাপী কয়লার চাহিদা বেড়েছে। এ জ্বালানি পণ্যটি বিক্রি করেই মূলত আদানির সম্পদের পরিমাণ ফুলেফেঁপে উঠছে। চলতি বছরে তার নিট সম্পদের মূল্য বেড়েছে ৭০ দশমিক ৩ বিলিয়ন ডলার। গত দুই বছরে আদানি গ্রুপের চেয়ারম্যানে শেয়ারের মূল্য ১১২ বিলিয়ন ডলার বেড়েছে। তার নিট মূল্য ৩৬৫ শতাংশ বেড়ে ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলার থেকে ১৪২ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এতে শীর্ষ ধনী তালিকায় ৪০তম অবস্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ