টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে এই প্রথম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে “শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪” আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে আছে বহুল প্রচারিত জননন্দিত পত্রিকা বাংলার দৈনিক ‘পথে প্রান্তরে’।
ফাইনাল ম্যাচ:
আমেনা স্পোর্টস হাউজ VS টাঙ্গাইল ইউনিক ক্লাব
স্কোর : টাঙ্গাইল ইউনিক ক্লাব ৭১ রান
স্কোর : আমেনা স্পোর্টস হাউজ ৭২ রান
আমেনা স্পোর্টস হাউজ উইন বাই ৮ উইকেট
ম্যান অফ দ্যা ম্যাচ হাসান
সেমি ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ পান সিম্বাউসিস আইটির পক্ষ হতে নগদ টাকা।
ফাইনালে রিযান পান সিম্বাউসিস আইটির পক্ষ হতে ঢাকা টু কক্সবাজার বিমান টিকিট। উপস্তিত ছিলো ইমরান তমাল খান। পথে প্রান্তরে র ফিরোজ মান্না ও রেজাউল করিম।ম্যাচ রেফারি ছিলেন জাহিদ হোসাইন টিটু
আজকের এই বিপুল প্রতিক্ষিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক, সঞ্জয় কুমার মাহন্তা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগি টাঙ্গাইলের পুলিশ সুপার-মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক-এডভোকেট আলী ইমাম তপন, ক্রীড়া অফিসার টাঙ্গাইল-মোঃ আফাস উদ্দিন। ‘দৈনিক পথে প্রান্তরে’র নির্বাহী সম্পাদক-মোহাম্মদ রেজাউল করিম ও দৈনিক পথে প্রান্তরে’র সম্পাদক- মো. ফিরোজ আল মামুন (ফিরোজ মান্না) , ওয়াল্টন গ্রুপ এর পক্ষ থেকে ছিলেন- স্পোর্টসের এক্সিকিউটিব ডিরেক্টর এফ এম ইকবাল- বিন আনোয়ার দেওয়ান প্রমুখ।