Search
Close this search box.

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিরাট উন্নতি হয়েছে – ভারত পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বিরাট উন্নতি হয়েছে - ভারত পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার – ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে বিরাট উন্নতি হয়েছে। তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান।
জয়শঙ্কর বলেন, যদি একটি সীমান্ত এবং একটি অঞ্চল (ভারতের) থাকে, যা গত এক দশকে নাটকীয়ভাবে উন্নতি করেছে, তবে এটি প্রকৃতপক্ষে পূর্ব ও উত্তর-পূর্ব ভারত। আর এর কারণ হলো, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের বিরাট উন্নতি হয়েছে। আমরা সেই দেশের সঙ্গে আমাদের স্থলসীমানা চুক্তি নিষ্পত্তি করেছি। এটি সফল কূটনীতির একটি উদাহরণ, যা সরাসরি অবদান রেখেছে।

জয়শঙ্কর চীনের সঙ্গে ভারতের সমস্যাকে একটি ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করেছেন। পাকিস্তান প্রসঙ্গে তিনি বলেন, ওই দেশটি থেকে আন্ত সীমান্ত সন্ত্রাসবাদের সমস্যা এখনো অব্যাহত রয়েছে। জয়শঙ্কর প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বলেন, এখন আমি আপনাদের সঙ্গে শাসনব্যবস্থার পরিবর্তনের বিষয়ে কথা বলেছি। এই সময়ের মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তায় খুব গভীর পরিবর্তন হয়েছে এবং তা অনেক কিছুকে কেন্দ্র করে।

তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের উত্তর সীমান্তে আমরা যে তীব্র চ্যালেঞ্জ মোকাবেলা করছি, আমি মনে করি, আপনারা বেশির ভাগই এ সম্পর্কে জানেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই, আমাদের পাকিস্তানের সঙ্গে আন্ত সীমান্ত সন্ত্রাসবাদের সমস্যা রয়েছে।

জয়শঙ্কর বলেন, আন্ত সীমান্ত সন্ত্রাস কখনোই একটি নির্দিষ্ট এলাকার গণ্ডিতে আটকে থাকতে পারে না। সন্ত্রাসের উৎসস্থল ভারতের খুব কাছে হওয়ায় এই বিষয়ে ভারতের অভিজ্ঞতা অন্য দেশের কাজে লাগবে। জি-২০তে ভারতের সভাপতিত্বকে অনেক বড় বিষয় বলে অভিহিত করেছেন জয়শঙ্কর। তিনি বলেন, ভারত এই সভাপতিত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের মঙ্গলের জন্য কাজে লাগাতে চায়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ