Search
Close this search box.

গাজা-ইসরাইল পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ইসরাইলে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা ও গাজায় ইসরাইলী পাল্টা হামলায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও  চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই টেলিফোনে আলাপ করেছেন। চলমান সংঘর্ষ যাতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে চীনের সহায়তা চেয়েছেন ব্লিঙ্কেন। ওয়াং ই ওয়াশিংটনকে এ ক্ষেত্রে ‘গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা’ পালন করার আহ্বান জানিয়েছেন। 

বিবিসি’র খবরে বলা হয়, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন, পুরো বিশ্বে প্রভাব ফেলতে পারে, এমন সংকট মোকাবিলা করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারা দেশগুলোকে অবশ্যই বস্তুনিষ্ঠতা এবং ন্যায্যতা মেনে চলতে হবে, শান্তি ও সংযম বজায় রাখতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, যত দ্রুত সম্ভব বেইজিং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে ‘শান্তি আলোচনা’ আয়োজনের আহ্বান জানিয়েছে।
এর আগে চীনের সরকারি বিবৃতিতে এই সংঘর্ষের নিন্দা জানানো হয়েছে। সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানের পাশাপাশি ‘নির্বিচার শক্তি ব্যবহার’এর নিন্দা জানানো হয়েছে। 

উল্লেখ্য গত ৭ই অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর ক্রমাগত গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। হামাসের হামলায় ইসরাইলে ১৩০০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইসরাইলের বিমান হামলায় এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে গাজায়। 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ