Search
Close this search box.

মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৫১

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের সর্বশেষ বোমা হামলায় নারী ও শিশুসহ ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এর আগে আল জাজিরার খবরে বলা হয়, শনিবার রাতে হামলায় দুটি আবাসিক বাড়ি ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে।

এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেনের ওপর চাপ বাড়ছে। শনিবার হাজার হাজার মানুষ মধ্য ওয়াশিংটন, ডিসিতে জড়ো হয়। তারা ফ্রিডম স্কয়ারে মিলিত হয়। বেশ কয়েকটি বক্তৃতা হয় এবং তারপর হোয়াইট হাউসের দিকে প্রায় ২ কিলোমিটার মিছিল করে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ‘মানবিক বিরতি’ নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।খবরে বলা হয়েছে, তার পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে একই ইস্যুতে কাজ করছেন।এ বিষয়ে কোনও অগ্রগতি হয়েছে কি না জানতে চাইলে বাইডেন ডেলাওয়্যারের একটি গির্জা থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে থাম্বআপ দিয়ে ‘হ্যাঁ সূচক’ উত্তর দেন। তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ